আলোচনা করেন ড. এ বিএম আমানুল্লাহ, আবদুল্লাহ আল ফারুক ও মোদাচছের আলী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আরিফ আহমদ ও শিল্পী রীনা আমিন। দলীয় সংগীত পরিবেশন করেন মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা ও সপ্তরেখা আসর।
ফেডারেশনের বিশ্ব আদিবাসী দিবস
২০২২ উদযাপন
৯ আগষ্ট ২০২২ মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা সদরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে (জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন) বাংলাদেশ তৃণমূল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজন করে দিনব্যাপী বিশ্ব আদিবাসী দিবসের চার পর্বের নানা অনুষ্ঠান।৷ জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব কে এম হোসেন আলী হাসান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাষ্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ। বিশেষ অতিথি ছিলেন ‘পিস এন্ড হারমোনি’ ট্রাষ্টের জেনারেল সেক্রেটারি কবি আনিস মুহম্মদ। সভাপতি ছিলেন নৃগোষ্ঠী ফেডারেশনের চেয়ারম্যান শ্রী শিপন চন্দ্রসিং। প্রধান অতিথি তার ভাষণে আদিবাসী নৃগোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি কামনা করে তাদের অধিকার আদায়ের সকল আন্দোলন -সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সরকারি সুযোগ-সুবিধার সকল পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে অগ্রাধিকার প্রদানের দাবি জানান।
প্রায় ৪০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা সারা দেশ থেকে সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। প্রতিনিধি সম্মেলনে ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা এবং নির্বাচিতদের পরিচয় করিয়ে দেন বিশেষ অতিথি কবি আনিস মুহম্মদ।